পুরাতন ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করবেন যেভাবে
অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোডের সুবিধা শুধুমাত্র নতুন ভোটারদের জন্য চালু রয়েছে। যাঁরা ২০১৬/২০১৭ সালের পরে ভোটার হয়েছেন এবং এখনো…

অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোডের সুবিধা শুধুমাত্র নতুন ভোটারদের জন্য চালু রয়েছে। যাঁরা ২০১৬/২০১৭ সালের পরে ভোটার হয়েছেন এবং এখনো নির্বাচন কমিশন থেকে স্মার্ট কার্ড পাননি, তারাই সরাসরি অনলাইন থেকে NID Card Download করতে পারবেন।
কিন্তু পুরাতন ভোটার যারা ইতোমধ্যে এনআইডি কার্ড হাতে পেয়েছেন, তারা অনলাইনে শুধুমাত্র আইডি কার্ড চেক ও সংশোধন আবেদন করতে পারবেন, তবে সরাসরি কার্ড ডাউনলোড করতে পারবেন না।
তবে চিন্তার কিছু নেই। পুরাতন ভোটাররা রিইস্যুর আবেদন করে আবার তাদের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করবেন, তা নিয়ে আজকের এই বিস্তারিত গাইড।
পুরাতন ভোটাররা আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন কিভাবে?
যদি আপনি পুরাতন ভোটার হয়ে থাকেন এবং আপনার NID কার্ড হারিয়ে ফেলেছেন কিংবা নষ্ট হয়ে গেছে, তাহলে প্রথমেই থানায় সাধারণ ডায়েরি (GD) করতে হবে। তারপর সেই জিডি কপি যুক্ত করে অনলাইনে রিইস্যুর আবেদন করলে নতুন করে আইডি কার্ড ডাউনলোড করার সুযোগ পাবেন।
যদি আপনার এনআইডির মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রেও নির্ধারিত ফি পরিশোধ করে নতুন কার্ড সংগ্রহ করতে পারবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শিগগিরই প্রায় ১ কোটি পুরাতন ভোটারের আইডি কার্ডের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
অনলাইনে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার ধাপসমূহ
১. থানায় জিডি করুন (GD Entry)
জাতীয় পরিচয়পত্র হারানো বা নষ্ট হওয়ার বিষয়টি উল্লেখ করে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করতে হবে। জিডির জন্য কোনো সরকারি ফি লাগবে না। আপনার নাম, জন্ম তারিখ ও আইডি নম্বর উল্লেখ করে আবেদন লিখুন এবং কপি জমা দিন। থানায় জমা দেয়ার পর জিডি নম্বর, কর্মকর্তার স্বাক্ষর ও সীল সহ কপি ফিরে পাবেন।
২. এনআইডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও লগইন করুন

- ভিজিট করুন: services.nidw.gov.bd
- NID নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা পূরণ করে রেজিস্ট্রেশন করুন।
- ফেইস ভেরিফিকেশনের জন্য NID Wallet অ্যাপ ডাউনলোড করে QR কোড স্ক্যান করুন।
- ফেইস ভেরিফিকেশন শেষ হলে পাসওয়ার্ড সেট করে লগইন করুন।
৩. রিইস্যুর আবেদন করুন
একাউন্টে লগইন করার পর ‘রিইস্যু’ অপশন সিলেক্ট করুন। তারপর ”এডিট” বাটনে ক্লিক করুন।


৪. ফি পরিশোধ করুন

- সাধারণ আবেদন ফি: ৩৪৫ টাকা (ভ্যাটসহ)
- জরুরী আবেদন ফি: ৫৭৫ টাকা (ভ্যাটসহ)
ফি পরিশোধ করতে পারবেন, বিকাশ এবং রকেট থেকে।
৫. জিডির তথ্য দিন
ফি পরিশোধ করার পর বহাল বাটনে ক্লিক করে, জিডি তথ্য দেয়ার অপশন পাবেন। এখানে এনআইডি কার্ড পুনর্মুদ্রণের কারণ ও জিডির তথ্য দিয়ে পরবর্তী ধাপে যান।

৬. আবেদন সাবমিট করুন
আপনার করা জিডির স্ক্যান কপি বা মোবাইলে তোলা ছবি আপলোড করতে হবে। ছবি তুললে অবশ্যই আলোর দিকে মুখ করে তুলবেন যেন ডকুমেন্টটি স্পষ্ট বোঝা যায়।
সব তথ্য ঠিকঠাক পূরণ করে আবেদন সাবমিট করুন। সাধারণত ৭-১৫ কর্মদিবসের মধ্যে আপনার আবেদন অনুমোদিত হবে।
৭. এনআইডি কার্ড ডাউনলোড করুন
আবেদন অনুমোদন হলে SMS বা ওয়েবসাইটে নোটিফিকেশন পাবেন। এরপর এনআইডি ওয়েবসাইটে লগইন করে ‘Download’ অপশন থেকে আপনার পুরাতন আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
নতুন ভোটার হলে কী করবেন?
যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন, তাহলে ভোটার স্লিপ দিয়ে সরাসরি অনলাইন থেকেই আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ক্ষেত্রে রিইস্যুর প্রয়োজন নেই।
আর যদি ভোটার স্লিপ খুঁজে না পান, দেখুন – ভোটার স্লিপ হারিয়ে গেলে কি করবেন।
শেষ কথা
আশা করি পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। যদি কোনো ধাপে সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রয়োজনে আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা আরও বিস্তারিত গাইড তৈরি করবো।