স্মার্ট কার্ড দিয়ে পুরাতন আইডি নাম্বার বের করবেন যেভাবে
স্মার্ট কার্ড থেকে পুরাতন আইডি নাম্বার বের করার জন্য ২টি উপায় রয়েছে। একটি হচ্ছে স্মার্ট কার্ডের বার কোড স্ক্যান করে এবং অন্যটি হচ্ছে নির্বাচন কমিশনের এনআইডি ওয়েবসাইটে লগইন করে।

অনেক সময় আমাদেরকে ১৩ বা ১৭ ডিজিটের পুরাতন আইডি নাম্বার বের করার প্রয়োজন হতে পারে। যেমন হারানো সিম তোলা বা অন্য কোন কারণে আগের এনআইডি নাম্বার প্রয়োজন হয়। এমতাবস্থায় খুব সহজ একটা ট্রিক দিয়ে স্মার্টকার্ড দিয়ে পুরাতন জাতীয় পরিচয় পত্র নাম্বারটি বের করে নিতে পারবেন।
তাহলে দেখুন ট্রিকটি।
স্মার্ট কার্ড দিয়ে পুরাতন আইডি নাম্বার বের করার ট্রিক
জাতীয় পরিচয় পত্র বা স্মাট কার্ড দিয়ে পুরাতন আইডি নম্বর বের করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: প্রথমে কার্ডের পেছনে উপরের দিকে থাকা Barcode টির ছবি তুলুন। খেয়াল রাখবেন ছবিটি যেন সমানভাবে তোলা হয়, কোন পাশ ছোট কোনপাশ বড় না হয়। এরপর শুধুমাত্র বারকোড অংশটি Crop করে Gallery সে সেইভ করুন।
ধাপ ২: এবার ভিজিট করুন PDF417 Reader ওয়েবসাইটে। এবার Upload File এ ক্লিক দিয়ে Crop করা Bar Code এর ছবিটি আপলোড করুন।

ধাপ ৩: Bar Code স্ক্যান শেষে কিছু Text দেখাবে। এখানেই আপনি খুঁজে পাবেন আপনার পুরাতন এনআইডি নম্বর। কিভাবে খুঁজে পাবেন?
নিচের মত একটি কোড আসবে, এখানে

এখানে প্রথমে নাম, তারপর ১০ ডিজিটের Smart NID Number এবং তারপর ১৭ ডিজিটের পুরাতন এনআইডি নম্বর পাওয়া যাবে।
আশা করি ট্রিকটি আপনাদের কাজে লাগবে।
আরও দেখুন:
বেশিরভাগ মোবাইলের ক্যামেরা দিয়ে বারকোড স্ক্যান করে এভাবে তথ্য বের করা যায় না। তাই আগে বারকোডের ছবি তুলে স্ক্যান করলে পুরাতন আইডি নাম্বার বের করা যাবে।