পুরাতন আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নাম্বার দেখার উপায়

পুরাতন আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নাম্বার দেখার জন্য এনআইডি একাউন্টে লগইন করতে হবে। এছাড়া জাতীয় পরিচয় পত্রের ভেরিফিকেশন কপি সংগ্রহ করেও স্মার্ট কার্ড নাম্বার বের করা যাবে।

পুরাতন আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নাম্বার দেখার উপায়

যদি আপনার নিজের এনআইডি কার্ড হয়ে থাকে, বা যার স্মার্ট কার্ড নাম্বার বের করতে চান সে আপনার সামনে উপস্থিত আছে তাহলে সহজেই এনআইডি ওয়েবসাইটে লগইন করে স্মার্ট নাম্বার বের করতে পারবেন।

আর যদি অন্য কোন ব্যক্তির হয়, সেক্ষেত্রে লগইন করতে পারবেন না। কারণ ফেইস ভেরিফিকেশন করে লগইন করতে হয়। সেক্ষেত্রে, বিকল্প উপায় হচ্ছে এনআইডি ভেরিফিকেশন কপি সংগ্রহ করতে হবে। নির্বাচন অফিস থেকেই ফি দিয়ে জাতীয় পরিচয় পত্রের যাচাই কপি বের করা যাবে।

স্মার্ট কার্ড নাম্বার বের করবেন যেভাবে

পুরাতন এনআইডি নাম্বার বা Old NID Number থেকে স্মার্ট কার্ড নাম্বার বের করার জন্য ২টি উপায় আছে:

  • এনআইডি একাউন্টে লগইন করে
  • জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন কপি সংগ্রহ করে

আরও দেখুন: স্মার্ট আইডি কার্ড দিয়ে পুরাতন আইডি কার্ড বের করার নিয়ম

পদ্ধতি ১: এনআইডি একাউন্টে লগইন করে

বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি ওয়েবসাইটে লগইন করে স্মার্ট এনআইডি নম্বর বের করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১: প্রথমে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি মোবাইলে ইনস্টল করুন। ফেইস ভেরিফিকেশনের জন্য অ্যাপটি কাজে লাগবে।

ধাপ ২: এবার এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন লিংকে যান – NID Account Register। এখানে আপনার পুরাতন এনআইডি নম্বর ১৩ ডিজিট বা ১৭ ডিজিট ইংরেজিতে লিখুন। জন্ম তারিখ দিন ও ছবিতে দেখানো কোডটি নিচের বক্সে লিখে সাবমিট করুন।

ধাপ ৩: আপনার ঠিকানার বিভাগ, জেলা ও উপজেলা সঠিকভাবে সিলেক্ট করে পরবর্তী ধাপে যান।

ধাপ ৪: মোবাইল নম্বর অথবা ইমেইল দিয়ে OTP ভেরিফিকেশন করুন।

ধাপ ৫: ফেইস ভেরিফিকেশনের জন্য একটি QR কোড দেখানো হবে। এবার আপনার ফোনে ইনস্টল করা NID Wallet অ্যাপটি চালু করে QR Code টি স্ক্যান করুন। নির্দেশনায় দেখানো অনুসারে, প্রথমে সোজাসুজি ক্যামেরায় তাকান, এরপর মাথা একবার বাম ও ডানে ঘুরান, চোখের পলক ফেলুন।

যদি সফলভাবে ফেইস স্ক্যান সম্পন্ন হয় এবং আপনার ছবি এনআইডি ডাটাবেইজে সংরক্ষিত ছবির সাথে ম্যাচ করে, তাহলে এনআইডি একাউন্টে লগইন করার জন্য পাসওয়ার্ড সেট করার অপশন আসবে।

ধাপ ৬: এবার ইউজারনেইম অপশন খালি রাখুন, শুধুমাত্র পাসওয়ার্ড ঘরে একটি পাসওয়ার্ড দিয়ে সেট পাসওয়ার্ড ক্লিক করুন।

ধাপ ৭: প্রোফাইলে লগইন হওয়ার পর, আপনার ছবির নিচেই জাতীয় পরিচয়পত্র নম্বর হিসেবে Smart Card নাম্বার দেখাবে।

পদ্ধতি ২: এনআইডি ভেরিফিকেশন কপি সংগ্রহ করে

বাংলাদেশ নির্বাচন কমিশনের উপজেলা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয় পত্র ভেরিফিকেশন কপি নিয়েও স্মার্ট কার্ড নাম্বার বের করা যাবে। তবে এজন্য ২৩০ টাকা ফি পরিশোধ করতে হবে।

আশা করি এই ব্লগটি আপনাদের কাজে লাগবে।

আরও দেখুন: পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড

Similar Posts

Leave a Reply